ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও তার ঘনিষ্ঠ এক সহযোগীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদ (৩০) ও একই গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)। স্থানীয় ইউপি নির্বাচনে এরশাদের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন শনিবার ইউএনবিকে বলেন, শুক্রবার রাতে এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের পথরোধ করেন।
তিনি বলেন, ‘উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদের গুলি করে। এতে বাদল ঘটনাস্থলে মারা যায় এবং এরশাদ গুরুতর আহত হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে এরশাদও মারা যান।’
পুলিশ কর্মকর্তা বলেন, ‘হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। হত্যার উদ্দেশ্য এখনও পরিষ্কার না।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০
কেন্দুয়ায় ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে প্রার্থী তৃতীয় লিঙ্গের সবুজা