ডিজিটাল ডিভাইসকে ভবিষ্যতে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি মনে করি ডিজিটাল ডিভাইস ভবিষ্যতে সবচেয়ে রপ্তানিযোগ্য পণ্য হতে পারে। আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।’
বুধবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের দ্বিতীয় সভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কঠিন সময়ে বিদ্যুৎ ভর্তুকি কমাতে জনগণের সমর্থন কামনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন।
তিনি বলেন, সরকার চায় গার্মেন্টস পণ্যের মতো ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ডিজিটাল ডিভাইস সারা বিশ্বে রপ্তানি হোক।
তিনি বলেন, ২০১৫ সালে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে ডিজিটাল পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল। এর লক্ষ্য একক রপ্তানি পণ্যের ওপর দেশের নির্ভরতা কমানো।
শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে তার সরকার শিক্ষা ও সর্বাধুনিক প্রযুক্তির সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য হাই-টেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন: ঈদের আগে ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং এ খাতে ৩০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। ‘আশা করি আমরা এটি করতে সক্ষম হব (দুটি লক্ষ্য পূরণ করতে)।’