দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, যে কোনো সময় এই ব্যাপারে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এসময় ভারতীয় রাষ্ট্রপতির আসন্ন বাংলাদেশ সফরের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ভারতের পররাষ্ট্র সচিব।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
আরও পড়ুন: বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি
ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন। ভারতীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে ভুটানের কাছ থেকেও উচ্চ পর্যায়ের অংশগ্রহণ আশা করছে বাংলাদেশ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত উভয়েই ৬ ডিসেম্বরকে 'মৈত্রী দিবস' (বন্ধুত্ব দিবস) হিসাবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে, কেননা ১৯৭১ সালের এই দিনে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: ভারতে প্রথম ২ জনের ওমিক্রন শনাক্ত