বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরে সবধরনের কার্যক্রমও বন্ধ থাকবে।
রবিবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
তবে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: নির্বাচন ও দুর্গাপূজা: ভোমরা স্থলবন্দর টানা ৫ দিন বন্ধ
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মাকসুদ খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার পবিত্র শবেবরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।
তিনি আরও জানান, বিষয়টি আমাদের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। তবে,আগামী রবিবাবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।