ভোলা, ০৬ সেপ্টেম্বর (ইউএনবি)- সদর উপজেলায় সুপারি চুরি অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার দক্ষিণ চর আনন্দ গ্রাম থেকে বৃহস্পতিবার তাকে আটক এবং পরে থানায় মামলা দেয়া হয়।
অভিযুক্ত নারী ফাতেমা বেগম (৩৮) ওই গ্রামের প্রবাসী মোছলেউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে প্রবাসী মোছলের বাগানে সুপারি চুরির অভিযোগে মো. আলাউদ্দিন (১২) নামে এক শিশুকে আটক করা হয়। পরে তাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেন ফাতেমা ও তার সহযোগীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, এ ঘটনায় আলাউদ্দিনের চাচা ইসমাইল হোসেন চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, ‘ফাতেমা বেগম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ফাতেমার দুই কিশোর ছেলেসহ আরেকজন আসামি রয়েছে।’