শিশু দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি সকাল ১০টায় জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে।
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।
রাষ্ট্রপতি হামিদ মাজার প্রাঙ্গণে পরিদর্শন বইতেও সই করবেন।
এর আগে রাষ্ট্রপতি হামিদ সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিনিয়র রাজনীতিবিদরা তাকে স্বাগত জানাবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সোমবার ইউএনবিকে জানিয়েছেন।
রাষ্ট্রপতি সন্ধ্যায় বঙ্গভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করবেন বলেও জানান জয়নাল আবেদীন।
দিবসটি উপলক্ষে রাত ৮টার পর রাষ্ট্রপতির রেকর্ড করা ভাষণ রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে।