ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার ২নং হাজির হাট ইউনিয়নের দাসের হাট গ্রামের মো. আরিফ ও মো. শাকিল।
আরও পড়ুন: বাগেরহাটে সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার
পঁচা কোড়ালিয়া বনবিভাগের বিটকর্মকর্তা মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় জবাই করা ৮ কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসে এনে মামলা দেয়া হয়।
আরও পড়ুন: বরগুনায় ৮শ’ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম জানান, শুক্রবার সকালে গ্রেপ্তার দুই শিকারির বিরুদ্ধে বন্য প্রাণীসংরক্ষণ ও নিধন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।