নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ নামের একটি সংগঠন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া সাবেক বিজিবি সদস্য মনোরঞ্জন হাজংয়ের জন্য ন্যায়বিচারের দাবিতে সমাবেশ করেছে। রবিবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
মনোরঞ্জন হাজং হলেন,একজন সাবেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, যিনি গত ৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার পা হারিয়েছেন। যে গাড়িটি তাকে আঘাত করেছিল সেটি সুপ্রিম কোর্টের এক বিচারকের ছেলের গাড়ি বলে জানা যায়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, মনোরঞ্জন হাজংয়ের মেয়ে মহুয়া হাজং একজন ট্রাফিক সার্জেন্ট হিসেবে দেশের সেবা করছেন এবং তার বাবাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সেবা করেছেন।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
তিনি বলেন, কিন্তু মনোরঞ্জন হাজং যখন একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন, তখন গাড়ির চালক একজন বিচারকের ছেলে হওয়ায় পুলিশ কেন মামলা নিতে নারাজ? নাকি মনোরঞ্জনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হওয়াই অপরাধ?
মনোরঞ্জনের বিচার দাবি করে অধ্যাপক রোবায়েত আরও বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।
এসময় মানবাধিকার কর্মী দীপায়ন খিশা বলেন, বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ মহুয়া হাজংয়ের মামলা নেয়নি। কারণ অভিযোগকারী একটি উপজাতি সম্প্রদায়ের এবং অভিযুক্ত ব্যক্তিটি এলিট শ্রেণির। এখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও প্রকাশক রবিন হোসেন। সমাবেশে আরও বক্তব্য দেন নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ আন্দোলনের নেতা আকরামুল হক, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২