কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় মন্দিরে হামলা চালানোয় উস্কানির অভিযোগে কেরানীগঞ্জের এক ইসলামী বক্তাকে বৃহস্পতিবার আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন, ঢাকার ধোলাইপাড়ের বাসিন্দা মাওলানা আব্দুর রহিম বিপ্লবী (৩৯)।
১৩ অক্টোবর, ঢাকার একটি ওয়াজ মাহফিলে মাওলানা রহিম বলেছিলেন যে হিন্দু মূর্তির সাথে পবিত্র কোরআন রাখা অপরাধীরা যদি ১৪ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে পরের দিন জুমার নামাজের পর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ শুরু হবে।
আরও পড়ুন: কোরআন অবমাননার ঘটনায় সন্দেহভাজন ইকবাল কক্সবাজারে গ্রেপ্তার
তিনি আরও বলেন,বাংলাদেশে কোনো পূজা মণ্ডপকে ছাড় দেয়া হবে না।
মাওলানা রহিম চাঁদপুরে সাম্প্রদায়িক সহিংসতার সময় হত্যাকাণ্ডের জন্য পুলিশকে দায়ী করেন এবং আইন প্রয়োগকারী বাহিনী সম্পর্কে উগ্র মন্তব্য করেন।
আরও পড়ুন: কুমিল্লাসহ সব বিচ্ছিন্ন ঘটনা উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী
সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক য্গোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মন্তব্য জনসাধারণের মধ্যে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।এছাড়াও তার মন্তব্য সারা দেশে আইনশৃঙ্খলার অবনতিতে প্রভাব ফেলেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম তার ওয়াজে পূজা মন্ডপ সংক্রান্ত উস্কানিমূলক বক্তব্য দেয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি পল্টন মডেল থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে।