মন্ত্রিসভার বৈঠকে শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন আরও এক সপ্তাহ দেখতে। বর্তমান জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদেরকে আরও কঠোর শাস্তির দিকে যেতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরও বেশি বেশি করে প্রচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা করার কথা বলেছেন।
বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন রবিবার সারা দেশে কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। এদিন শুধুমাত্র রাজধানীতে প্রায় ৩৫টি স্থানে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে বলে জানান তিনি।
বিদ্যমান শাস্তিতে কাজ না হলে ভ্রাম্যমাণ আদালত বর্তমানের ৫০০ থেকে ১০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা করতে পারে জানিয়ে তিনি বলেন, হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে।
বাংলাদেশে করোনা পরিস্থিতি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪১৬ জনে।
এছাড়া, নতুন করে ২ হাজার ৪১৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৪০টি এবং পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।