বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ইউনিফর্ম নামে একটি কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টার পর থেকে ওই গার্মেন্টসের কর্মীরা রাস্তার সামনে নেমে চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
আরও পড়ুন: ৩৯ পোশাক কারখানার জন্য সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, ইউনিফর্ম নামে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা সকাল ৯টা ১৫মিনিটে ক্যান্টনমেন্ট-মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তারা চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
ওসি জানান, এ সময় মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এরপরই আশেপাশে আরও ছয় থেকে সাতটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে কারখানার কর্তৃপক্ষ মঙ্গলবার (১৫ অক্টোবর) বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন। পরে সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: তৈরি পোশাকশিল্পে অসন্তোষ পতিত স্বৈরশাসকের সুবিধাভোগীদের পরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী