মিরপুর-১ নম্বরে একই পরিবারের দুজন করোনা রোগী শনাক্ত হওয়ায় দুটি বহুতল ভবন এবং একটি টিনশেড লকডাউন করে দেয়া হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিরপুর -১ ওভার ব্রিজের কাছে বসবাসরত এক পরিবারের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনায় দেশে ৯ জনের মৃত্যু, নতুন আরও ১৮ জন শনাক্ত
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃপক্ষ সকালে বাড়ি থেকে তাদের নিয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার ১৮-২০ সদস্যের পরিবারের দুটি ভবন এবং এবং টিনশেডের বাড়ি লকডাউন করে দেয়।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৮ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯ জনে।