পৃথক অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ৩৬ কেজি গাঁজা ও পিকআপ জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিন জনকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ও শুক্রবার সকালে উপজেলার ভবেরচর আনারপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত শেখ কামালের ছেলে মো. আল আমিন (২১), শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া এলাকার মৃত মজিবর রহমান ফকিরের ছেলে মো. রাজিব (২০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকার মো. আক্কাস আলীর ছেলে মো. সুমন মিয়া (৩২)।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
র্যাব-১১ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর আনারপুরা এলাকায় র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের অপর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ রাজিব ও আল আমিনকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার সকালে একই এলাকায় মাদকবিরোধী অভিযানের মাধ্যমে ২০ কেজি গাঁজাসহ সুমনকে আটক করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।