চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ২৯ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ২৩ জনকে এক বছর করে কারাদণ্ড এবং ছয়জন শিশু হওয়ায় এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় তাদের কাছ থেকে এক লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলের বিরুদ্ধে মামলা
সোমবার বিকালে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, ৯ এপ্রিল দিনগত রাত ৮ থেকে রাত দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সম্মিলিত অভিযান পরিচালনা করে ২৯ জেলেকে আটক করে। এ সময় কয়েকজন জেলে অভিযানে থাকা নৌকার মাঝির ওপর আক্রমণ চালায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৩ জেলেকে কারাদণ্ড