চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ।
আটক জেলেদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্য দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
আটক জেলেদের মধ্যে পাঁচজনের বাড়ি লক্ষ্মীপুরে, ১০ জনের কিশোরগঞ্জের বাজিতপুরে, একজনের মতলব উত্তরে এবং একজনের ভোলায়।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ জেলেকে কারাদণ্ড-জরিমানা
মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌপুলিশ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি জানান, জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনায় গত ২৪ ঘন্টায় (রবিবার গভীর রাত থেকে সোমবার গভীররাত পর্যন্ত) সদরের মিনি কক্সবাজার, লক্ষ্মীপুর, আনন্দ বাজার, চিরারচর, হরিণা, রাজ রাজেশ্বর, বহরিয়া, সফরমালী, পুরানবাজার ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় ১৯ জন জেলে আটক এবং সাত লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ১৩টি বলগেটও আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে জাটকা ধরায় ৮ জেলের কারাদণ্ড