রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
ড. মোমেন বলেন, করোনাভাইরাস পরীক্ষা করার কিট এবং অন্যান্য মেডিকেল সরঞ্জাম চীনে প্রস্তুত রয়েছে, যা একটি বিশেষ বিমানের মাধ্যমে যেকোনো সময় আনা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোও একইভাবে তা আনতে ইচ্ছুক।
বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে দিতে যাওয়া চীনের জরুরি মানবিক সাহায্য প্রকল্পের মধ্যে থাকছে ১০ হাজার মানুষের জন্য করোনাভাইরাস পরীক্ষার কিট, ১৫ হাজার সার্জিক্যাল এন৯৫ মাস্ক, ১০ হাজার সুরক্ষা পোশাক ও ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার।
পররাষ্টমন্ত্রী জানান, ভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর এবং ভারত থেকে আসা যাত্রীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
এ ১০ দেশের কোনো ফ্লাইট বাংলাদেশে অবতরণ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে, যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের দেশগুলোর সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিদেশে প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাসের বিষয়টিকে গুরুত্ব দেয়ারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।