রাজধানীর লালবাগ এলাকা থেকে স্থানীয় এক কাঁচামাল ব্যবসায়ী ও তার সহকারীকে অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুজ্জামান হাওলাদার (৪০), মো. এ আজিজ শিকদার (৩৪), হাফেজ চৌকিদার (৪৬) ও দেলোয়ার হোসেন মোল্লা দেলু (৩৫)।
পুলিশ জানায়, রাজধানী ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: ১০ বছর আত্মগোপনের পর মিরপুরে ২২ মামলার আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লাস্টিক কাঁচামাল ব্যবসায়ী জুয়েল শিকদারের বাবা ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে গত ১৫ ডিসেম্বর রাতে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং বরিশাল মেহেদীগঞ্জ উপজেলায় জুয়েল ও তার সহকারী মোরশেদ আলমের সর্বশেষ অবস্থান খুঁজে বের করে। পরে ডিএমপি চকবাজার পুলিশ হতাহতদের উদ্ধারে অভিযান চালালেও চার অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা টাকা ছিনতাইয়ের জন্য জুয়েল ও মোর্শেদকে অপহরণের কথা স্বীকার করেছে। টাকা পেয়ে বরিশালের মেঘনা নদীর মাঝখানে মাছ ধরার ট্রলারে করে তাদের শ্বাসরোধ করে হত্যা করে তারা। তারা নদীতে ডুবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে চকবাজার মডেল থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।