ঢাকা বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাইড শেয়ারিং সার্ভিসের পাঠাও এর একটি মোটরসাইকেলের চালক ও নারী আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠি জেলার বারেক মির্জার মেয়ে কাজল আক্তার (৩৫) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নুরুল ইসলাম চৌধুরীর ছেলে পাঠাও চালক রফিকুল ইসলাম চৌধুরী সুমন (৪০)।
আরও পড়ুন: মাগুরায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
মৃত কাজল স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা ও দুই সন্তানকে নিয়ে খিলগাঁও এর দক্ষিণ গোড়ানে থাকতেন। অন্যদিকে, মৃত রফিকুল তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর তাঁতিবাজারে থাকতেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, বুধবার দিবাগত রাত ৪টার দিকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।
আরও পড়ুন: নেত্রকোণায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এএসআইসহ নিহত ২
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাড়িটিকে শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই জুয়েল মিয়া।