বিএনপিসহ সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ ও হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা-কর্মীসহ আরও আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আদম আলী সরকার ও চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার উদ্দিন সেলিম।
আরও পড়ুন: রাজশাহীতে ১০ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
মঙ্গলবার ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২৮ অক্টোবরের হামলা ও নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত মোট ৮৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এছাড়া যেকোনো ধরনের ভাংচুর ও সহিংসতা রোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র্যাবের ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ২৫০ টাকার বিনিময়ে ট্রাকে আগুন, কোরবান গ্রেপ্তার
‘রাজ্জাকের বক্তব্য বিএনপি নেতাদের গ্রেপ্তার-জেলে রাখার সরকারের পরিকল্পনার বহিঃপ্রকাশ’