রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মো. মামুন হাওলাদার (৪৮) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর পশ্চিম গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীচরে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে মামুন রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোর ৪টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ছুরিকাঘাতে যুবক খুন
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সোমবার ঢামেক মর্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিহতের ভাতিজা আরিফ হোসেন জানান, তার চাচা মামুন হাওলাদার পেশায় সিএনজি অটোরিকশা চালক। রবিবার বিকালে তার চাচা যাত্রী নিয়ে খিলগাঁও তালতলা এলাকায় যান। যাত্রীকে সেখানে নামিয়ে একটি চায়ের দোকানে চা খেয়ে সিএনজিতে উঠতে গেলে কয়েকজন ছিনতাইকারী জোর করে তার কাছ থেকে চাবি কেড়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে পথচারীরা একজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু