বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
আগামী ১৫-১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের ঘোষণা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে জানায়, পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। এই সফর বহুমুখী ও অপরিবর্তনীয় অংশীদারিত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করার জন্য উভয় দেশের যৌথ আকাঙ্ক্ষাকেও নিশ্চিত করে।
আরও পড়ুন: ক্যানবেরায় বাংলাদেশ-ভারত ‘মৈত্রী দিবস’ উদযাপন
প্রসঙ্গত, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আসবেন ভারতের রাষ্ট্রপতি। সফরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দুই দেশের কুটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে ২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করেছিলেন।
আরও পড়ুন: ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়