রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান।
নিহত মশিউর রহমান ঝিনাইদহ জেলা সদরের হলিধানি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
গত ১৪ নভেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক শিশু চুরি করে নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধরের ভাষ্যমতে, গত ২১ নভেম্বর মানবপাচার মামলার দুই আসামি মশিউর রহমান ও আসাদুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে আনা হয়। শনিবার রাত ১০টায় মশিউর নিজের শরীরের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা হাজতে থাকা অপর আসামি আসাদুজ্জামান চিৎকার শুরু করে। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মশিউরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।