নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় গ্রেপ্তারের পর সজীব গ্রুপের চেয়ারম্যান ও তাঁর চার ছেলেসহ আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শনিবার নারায়ণগঞ্জের একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করার পর শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খানম এ আদেশ দেন।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আগুনে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: শ্রম প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আদালত থেকে ইউএনবির সংবাদদাতাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নারায়ণগঞ্জ পুলিশ সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাশেম; তাঁর চার ছেলে হাশেম বিন হাশেম, তারেক ইব্রাহিম, তাওসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম; প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ এবং প্রশাসনের প্রধান সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে।
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় এই ৮ জন ও অজ্ঞানামা কয়েকজনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে বলে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানান।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে কারখানায় আগুন: গেটে তালা থাকায় এতো প্রাণহানি
তিনি বলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাশেমকে গুলশানে তাঁর বাসভবন থেকে আর সিইও শাহান শাহ আজাদকে রাজধানীর ফার্মগেট এলাকায় সজীব গ্রুপের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস এন্ড বেভারেজ গ্রুপের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফারার সার্ভিস কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ আগুন, ৫২ লাশ উদ্ধার
তবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।