ঝালকাঠিতে ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শুক্রবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান বলেন, র্যাবের ডিজির নির্দেশে একটি হেলিকপ্টার বরিশালে পৌঁছেছে এবং গুরুতর আহত দুই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াবাড়ি নামক স্থানে শুক্রবার ভোরে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের লাশ এবং আহত ৭২ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার গভীর রাত ৩টার দিকে ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে ঝালকাঠি জেলার সদর উপজেলার উপকূলে সুগন্ধা নদীর মাঝখানে ‘অভিযান-১০’ লঞ্চে এ আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘এমভি অভিযান-১০’ লঞ্চে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, দাবি মালিকের