নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে নির্মাণ কোম্পানির সুপারভাইজারকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সেই সাথে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ধানমন্ডির একটি ও যাত্রাবাড়ীর চারটি বাড়ির মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ৩০টি বাড়ি, ম্যাজিস্ট্রেট বাবর আলি আজিমপুর এলাকার ৩০টি বাড়ি ও ম্যাজিস্ট্রেট জাহিদ হোসন বায়তুল মোকাররম, জাতীয় ক্রীড়া পরিষদ ও স্টেডিয়াম এলাকায় ৩১টি হোল্ডিং পরিদর্শন করেন।
এছাড়া, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান সদরঘাট এলাকার ১০টি বাড়ি এবং ম্যাজিস্ট্রেট সোনিয়া যাত্রাবাড়ী এলাকায় ৩১টি বাড়ি পরিদর্শন করে চার বাড়ির মালিককে সাত হাজার টাকা জরিমানা করেন।