শনিবার ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আবুল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গোয়েন্দা শাখার একটি দল আবুল হোসেনকে ঢাকার ভাটারা থানার অন্তর্গত কুড়িল বিশ্বরোড থেকে গ্রেপ্তার করা হয়।
‘গ্রেপ্তারের পরে তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে,’ বলেন তিনি।
প্রসঙ্গত, রংপুর জেলা শহরের শালবন মিস্ত্রীপাড়ার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে এবং রংপুর সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক শহীদুন্নবী জুয়েলকে গত ২৯ অক্টোবর বিকালে বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ পুড়িয়ে দেয় হত্যাকারীরা।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩১ অক্টোবর পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।
এছাড়া এ ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
এখন পর্যন্ত এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে পাঁচজনকে আদালত হাজির করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রিমান্ডে নেয়া অন্যরা হলেন- ইউসুফ আলীর ছেলে আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪) ও রফিক (২০), আবুল হাশেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামসুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।