লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫১ বাংলাদেশি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে তাদের বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: আটক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ
তারা লিবিয়ার বেনগাজী গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশনের (আইএমও) সহায়তায় দেশে ফিরেছেন।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার ৪ সেপ্টেম্বর (সোমবার) বেনগাজি বেনিনা বিমানবন্দরে তাদের দেখতে যান।
তিনি তাদের অবৈধ ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে না নিতে বলেছেন।
এর আগে গত ৩১ জুলাই লিবিয়ার ত্রিপোলি থেকে আইওএম-এর সহায়তায় ১৩১ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন।