ভারতে অনুপ্রবেশের দায়ে প্রায় দু’বছর জেল খেটে শুক্রবার দুপুরে সিলেটের তামাবিল অভিবাসন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এক যুবক।
ফেরত আসা মো. আলী হোসেন (৩০) শেরপুরের নালিতা বাড়ি উপজেলার বাটকুচি টিলাপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠাল ভারত
তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রনু মিয়া বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ দু’বছর আগে তাকে আটক করে। ২১ মাস কারাগারে থাকার পর ভারতীয় অভিবাসন পুলিশ তামাবিল অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের কাছে আলী হোসেনকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আটক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ