শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন মারাক্তক ভাবে আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) বেলা ১২টায় পূর্ব-তামুড্যা উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। তিনি কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে এসে দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন- আশরাফ আলী স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না (৩৫)ও ভ্যানচালক মাসুদ (৪০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী দর্জিকে বাড়ির পাশেই সকালে কুকুর কামড় দেয়। সেই ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথে দুই নাম্বার ব্রিজের উপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে তাদের ভ্যানের উপর উঠিয়ে দেয়। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। আহতদের আনার পথেই আহত আশরাফ আলীর মৃত্যু হয়।
আশরাফ আলী মেয়ে স্বপ্না বলেন, বাবাকে সকালে কুকুরে কামড় দেওয়ার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে আসছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবা গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর আমার বাবার মৃত্যু হয়। তবে ঘটনায় ঘাতক পিকআপভ্যান ও ঘাতক চালককে আটক করা যায়নি।
পড়ুন: ময়মনসিংহে তিন যানের সংঘর্ষে ২ জন নিহত
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিক্যাল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনার মামলায় প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।