প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গাপূজার উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবের শেষ দিনে বিজয়া দশমীর মিছিল শান্তিপূর্ণভাবে যেন হয় সে লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত ৯ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে রবিবার (১৩ অক্টোবর) বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি
শনিবার সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান জানান, এরইমধ্যে রবিবারের অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দময় করতে ডিএমপির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিসর্জন শোভাযাত্রার সম্ভাব্য রুট হবে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী মোড় - জগন্নাথ হল - কেন্দ্রীয় শহীদ মিনার - দোয়েল চত্বর - হাইকোর্ট বটতলা - সরকারি কর্মচারী হাসপাতাল - পুলিশ হেডকোয়ার্টার্স - নগর ভবন - গোলাপশাহ মাজার - বঙ্গবন্ধু স্কয়ার - গুলিস্তান - নবাবপুর লেভেল ক্রসিং - নবাবপুর রোড - মানসী হল ক্রসিং - রথখোলা ক্রসিং - রায়সাহেব বাজার ক্রসিং - শাঁখারীবাজার - জগন্নাথ বিশ্ববিদ্যালয় - সদরঘাট বাটা ক্রসিং - পাটুয়াটুলি ক্রসিং/সদরঘাট টার্মিনাল ক্রসিং হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে।
বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা পূজা উপলক্ষে স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: ডিএমপির ১০ থানা পেল নতুন গাড়ি