শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তেই কোনো সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না, হয়তো শিগগিরই সিদ্ধান্ত জানানো যাবে।
শুক্রবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আগামী বছর ২০২৩ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটি থাকছে। ’
তিনি আরও বলেন, ‘এখন থেকে তা কার্যকর করা হবে কিনা বিষয়টি নিয়ে আমরা ভাবছি।’
শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে শাবিপ্রবিতে সপ্তাহে ১ দিন অনলাইন ক্লাস
শিক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে সক্রিয় শিখন পদ্ধতিতে লেখাপড়া শিখবে: শিক্ষামন্ত্রী