শেরপুর সদরে বন্ধ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা সামসুল হক (৭৫) এবং তার স্ত্রী ছয়রা বেগম (৭০)। ওই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, সামসুল হক মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার রাতের যেকোনও সময় তিনি তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে হোটেল থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
জানা যায়, স্বাভাবিকভাবেই রাতে বৃদ্ধ দম্পতি তাদের ঘরে ঘুমাতে যান। সকালে তার নাতি ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ফাঁক করে ঘরের বিছানায় ছায়েরা বেগম ও মেঝেতে শামসুল হককে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, তারা উভয়েই বয়স্ক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। কেননা ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। তাছাড়া ছয়রা বেগমের কান দিয়ে রক্তঝরার আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছি। তবে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ছিলো।
তিনি আরও বলেন, তার ছেলে আমাদের জানিয়েছেন যে তার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমাদের একাধিক ইউনিট এই বিষয়টি নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার