কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে ঈদের নামাজ শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে এক যুবক খুন হয়েছে।
শনিবার বিকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়ারা গ্রামে এই নিহতের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ইব্রাহিম (২২)।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ইব্রাহিম স্ত্রী সন্তান নিয়ে পার্শ্ববর্তী গ্রামে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ধনু তালুকদার গ্রুপের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারপিট করে।
এসময়, স্থানীয় লোকজনের সহায়তায় ইব্রাহিম আহত অবস্থায় শ্বশুর বাড়ি চলে যান।
পরে, নিজ বাড়িতে ফেরার পথে গোয়ারা বড়হাটি মসজিদের সামনে এলে আবারও ইব্রাহিম মিয়াকে এলোপাথারী মারপিট করে ওই গ্রুপটি।
এতে একই গ্রামের ধনু তালুকদার গ্রুপ ও তোফায়েল গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. ইব্রাহিম মিয়াসহ কয়েকজন আহত হন।
আহত ইব্রাহিমকে গুরুতর অবস্থায় নিকটবর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা সাড়ে ১২টায় চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ স্বাভাবিক করে।
অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত