বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার শ্যামলীতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন জানান, ‘ডায়নামিক ফ্যাশন লিমিটেড’ নামের কারখানাটির প্রায় ১৫০-২০০ জন শ্রমিক বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শ্যামলী সড়কে অবস্থান নেয়।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চারপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব পরে রাজধানী জুড়ে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ডায়নামিক ফ্যাশনস লিমিটেড মূলত শার্ট উৎপাদন করে। ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) হিসাবে তাদের পণ্য নেদারল্যান্ডস, বেলজিয়াম, যুক্তরাজ্য এবং আমেরিকার মতো দেশে রপ্তানি করা হয়।
কারখানার ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি (ডব্লিউপিসি) অনুযায়ী, এতে বেশিরভাগ শ্রমিকই মহিলা বলে জানা গেছে।