প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইউএনবিকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত উপস্থাপনা দেখেছেন এবং এ উন্নয়নকার্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
জাতীয় সংসদ সূত্র জানিয়েছে, সংসদ সচিবালয়ে এক হাজার ৩২১ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। যারা বর্তমান সংসদ ভবনে স্থান সংকটজনিত সমস্যায় আছেন।
প্রেস সচিব বলেন, এ অবস্থায় স্থান সংকটজনিত সমস্যার সমাধানে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার ৫২ হাজার ৯৭ স্কয়ার ফিট জায়গাকে কাজে লাগানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপনা তুলে ধরা হয়।
এতে, সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশায় থাকা হসপিটালিটি এবং কমিউনিটি ভবনসহ অন্যান্য অনির্মিত স্থাপনাসমূহ যেগুলো এখনো নির্মাণ করা হয়নি সে সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থাপনায় তুলে ধরেন।
ইহসানুল করিম বলেন, সংসদের মূল ভবন, এমপি হোস্টেল এবং পাঁচটি ন্যাম ভবনের সংস্কারের বিষয়েও এতে তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী এ সময় সংসদ ভবনের উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা দেন, জানান প্রেস সচিব।
এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্থাপত্যকলা বিভাগের প্রধান স্থপতি এএসএম আমিনুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।