স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন লাগে এভং তা সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়েছিল।
হস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং দুই মিনিটের মধ্যে রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগকে জানানো হয়।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: সেনাবাহিনী-বিজিবি মোতায়েন, সব গেট বন্ধ
ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং সকাল ৮টা ৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনেন। বেলা পৌনে ১১টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ছয় তলা থেকে আগুন লাগেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কী ঘটেছিল- এখন আমরা তা খুঁজছি। পুরো ভবনে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেলে আমরা (সাংবাদিকদের জানাবো)। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।’
অপরদিকে সকালে কাজে যোগ দিতে সচিবালয়ের ফটকের সামনে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ভিড় করলেও শুরুতে তাদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
পরে সকাল ৯টার দিকে তাদের মধ্যে কয়েকজনকে পরিচয়পত্র দেখে ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ছয়টি মন্ত্রণালয় ও কয়েকটি বিভাগের কার্যালয় রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সচিবালয় এলাকায় অতিরিক্ত সংখ্যক সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যমকে ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেন।
আরও পড়ুন: বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা