রাজধানীর সদরঘর লঞ্চ টার্মিনালে এ্যাভেঞ্চার-৯ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-পরিচালক নুর হাসান আহমেদের নেতৃত্বে গঠিত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের সহকারী ইকবাল বাহার বুলবুল এবং অপর দুই সদস্য হলেন- সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম ও গুদাম পরিদর্শক দুলাল আচার্য্য।
ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করবে কমিটি।
আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ঘটনার আগেই যাত্রীরা নেমে যান। সকাল ১০টা ৫২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ