রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি এবার সর্বস্তরের জনগণকেও চিকিৎসা সেবা দেবে চট্টগ্রামের রেলওয়ে জেনারেল হাসপাতাল।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে রেলওয়ের হাসপাতালগুলো। যে কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতা সই হওয়ার পর চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৪৫
সম্প্রতি হাসপাতালটিতে ১৯ চিকিৎসক ও ৯ নার্স পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসাথে আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রেল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি জনসাধারণকেও চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে।
হাসপাতালটিতে বর্তমানে অর্থপেডিক্স, গাইনি এন্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া, ল্যাবরেটরি ও রেডিওলজির সেবাও রয়েছে। হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে। পর্যায়ক্রমে ইনডোর সার্ভিসও চালু হবে।