বিদ্যুৎ সাশ্রয়ে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নতুন সূচী নির্ধারণ করেছে সরকার। নতুন সূচী অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। একই সাথে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকগুলোর কার্যক্রম চলবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন।
মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয়ের কনফারেন্স রুম থেকে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বুধবার থেকে অফিসের নতুন সূচী কার্যকর হবে।’
তিনি আরও বলেন, পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করবেন।
মন্ত্রিপরিষদ বৈঠকে প্রত্যন্ত অঞ্চলে কৃষি ক্ষেতে সেচের জন্য ১০-১৫ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বলা হয়।
আরও পড়ুন: জনগণের কল্যাণে কাজ করুন: সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর উপায় বের করছে: প্রধানমন্ত্রী