আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে সাংবাদিকদের প্রেস কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন প্রক্রিয়ার জটিলতা দ্রুত দূর করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে তিনি এ আশ্বাস দেন।
সিইসি বলেন, ‘অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না। এটা আমার নতুন যাত্রা তো, এটা একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে না, এটা আমরা বুঝি। কিন্তু ইট শুড বি ইউজার ফেন্ডলি। ফার্স্ট টাইম যেহেতু বলছি, নিশ্চয় এটা প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ, এটা সমাধান করা হবে।’
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ওই বৈঠকে ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এবং সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ নেতারা এই আলোচনায় অংশ নেন।
এ সময় ভোটকেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা প্রসঙ্গে সিইসি বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তাকে এটা জাস্ট অবহিত করা, পারমিশন নিয়ে ঢোকার দরকার নাই।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা সার্কুলার (বিজ্ঞপ্তি) করে নিয়েছি। আমরা ক্লিয়ার দিয়ে দিয়েছি অলরেডি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে, আমার জিনিসটার ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন।’
সমস্যাটি কমিশন শনাক্ত করেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমি তো সিদ্ধান্ত দিতে পারব না। কমিশন বৈঠকের পর আপনারা দ্রুত সময় সময়ের মধ্যে ইনশল্লাহ সিদ্ধান্ত পেয়ে যাবেন।’
সভায় আরও বক্তব্য দেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আরএফইডি সভাপতি কাজী এমাদউদ্দীন (জেবেল), বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা ও নির্বাহী মিল্টন আনোয়ার, বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল। বৈঠকটি সঞ্চালনা করেন আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।