দেশের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সাইফুর ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিএনপি এবং দুররে সামাদ রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশন মিলাদ মাহফিল, কোরআনপাঠ ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
এদিন সকালে মৌলভীবাজারে সাইফুরের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সেখানে তারা ফাতেহা পাঠ করবেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করবেন।
এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতের বাড়িতে মিলাদ মাহফিল ও কোরআনখানি এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।
সাইফুরকে স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে স্থানীয় বিএনপি।
এদিকে, সাইফুরের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জাতির বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রয়াত সাবেক অর্থমন্ত্রীর অবদানের কথা স্মরণ করেন।
জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিএনপিকে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে সাইফুরের ভূমিকাকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ফখরুল।
১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণকারী সাইফুর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিলেন।
তিনি জিয়ার মন্ত্রিসভায় প্রথমে বাণিজ্যমন্ত্রী এবং পরে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সাইফুর সংসদে ১২ বার বাজেট পেশ করেন। তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।