ভারতে পাচারের সময় সাতক্ষীরার শিকড়ী সীমান্ত থেকে রবিবার রাতে ২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য আনুমানিক ২৪ লাখ ৫০ হাজার টাকা।
আটক নুরুল ইসলাম (৫৫) সদর উপজেলার বৈকারী ছয়ঘরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে অস্ত্র ঠেকিয়ে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল রাতে শিকড়ী সরদারবাড়ী পাকা রাস্তার মোড় নামক স্থানে অবস্থান নেয়। সেখান থেকে ৩৫০ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ নুরুল ইসলামকে আটক করে।
আরও পড়ুন: যশোরে প্রায় ৫ কোটি টাকার ৬০টি স্বর্ণের বার জব্দ
শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনাসহ আটক ১
সিলেট বিমানবন্দরে ১৪টি সোনার বারসহ দুবাই ফেরত যাত্রী গ্রেপ্তার
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আটককৃতকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।