সম্প্রতি মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের শত শত বিক্ষোভকারী অবস্থান ধর্মঘট ও গণঅনশন পালন করছেন।
শনিবার সকাল ৬টা থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
এই বিক্ষোভটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে দেশব্যাপী প্রতিবাদ মিছিল, সমাবেশ ও বিক্ষোভের একটি অংশ।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতা: শাহবাগে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ
বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিচার দাবি করেন।
তিনি বলেন,‘প্রশাসনের গাফিলতির কারণে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে।একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং প্রশাসনকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।’
বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক চারু চন্দ দাস বলেন, ‘হিন্দু স্থাপনায় হামলা বাংলাদেশে নতুন নয়। সাম্প্রতিক হামলা প্রতিরোধ করা যেতে পারে, যদি পূর্ববর্তী হামলার অপরাধীদের আইনের আওতায় আনা হয়।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন,‘মুসলমান ও হিন্দু উভয়ের অবদানে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু কিছু অপরাধী সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের শাস্তি দাবি করি।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা উপপরিষদের সভাপতি তাপসী রানী সরকার বলেন,‘এ ধরনের হামলা চলতে থাকলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু অবশিষ্ট থাকবে না।’
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সাম্প্রতিক সময়ে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় দেশজুড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ইবিতে প্রতিবাদ সমাবেশ