সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অপরাধে উত্তম মজুমদার (৩১) নামের এক যুবককে খুলনায় আটক করেছে র্যাব-৬।
বুধবার রাত সোয়া ৯টার দিকে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল কেএমপি জেলার লবণচরা থানাধীন খুলনা টু সাতক্ষীরা হাইওয়ে সড়কের পাশে বোখারীয়া জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করে।
আটক উত্তম বাগেরহাট জেলার চিতলমারি থানার অশোক নগর গ্রামের অমল মজুমদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: জয়পুরহাটে জেলা জামায়াতের আমীরসহ আটক ৪
জানা গেছে,উত্তম মজুমদার বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিল। গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য পোস্ট করছিল। সে নিজে ওই পেইজের এডমিন এবং তার সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে এডমিন হিসেবে নিযুক্ত করে। খুব দ্রুতই ওই পেইজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। এই ফেসবুক পেইজ থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং উসকানিমূলক পোস্ট দেয়া হচ্ছিল এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা বিস্তার করার অপতৎপরতা চলছিল। ওই ফেসবুক পেইজে পার্শ্ববর্তী দেশগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়-ভীতি তৈরিসহ উসকানি দেয়া হচ্ছিল।
আরও পড়ুন: কুষ্টিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত আটক
প্রাথমিকভাবে উত্তম মজুমদারের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি।
উত্তম মজুমদারকে কেএপি খুলনার লবণচরা থানায় হ্স্তান্তর করা হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।