তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এ ফোরাম থেকে সুবিধা নিয়ে বাণিজ্য ও বিনিয়োগ, জনস্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা বিনিময় করতে হবে।’
ড. মোমেন বলেন, সার্কের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
সার্ক সনদ দিবস ২০২০ উপলক্ষে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন সার্ক সদস্য দেশগুলোর জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার আন্তরিক শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন।
২০২০ সালে ৩৬তম সার্ক সনদ দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী সার্ক দেশগুলোর সরকার ও জনগণের প্রতি তার আন্তরিক অভিনন্দন জানান।
ড. মোমেন বলেন, সার্ক আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সার্কের অপার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে বলে মনে করে।
তিনি বলেন, ‘আমরা আশা করি সার্ক দক্ষিণ এশীয় অঞ্চলের জনগণ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা থেকে উত্তরণের মাধ্যমে আরও বিস্তৃত সুবিধা প্রদান করবে।’