বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই সরকারের পরবর্তী চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘এখন আমরা সবাই সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করবো।’
সরকারের কাছ থেকে বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পাওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নসরুল হামিদ।
আরও পড়ুন: পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন
দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াটে উন্নীত এবং দেশে শতভাগ বিদ্যুতায়ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যুৎ বিভাগসহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছেন।
নসরুল বলেন, শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের লক্ষ্যমাত্রা অর্জনের পর জনগণের প্রত্যাশা বেড়েছে। ‘এখন মানুষ সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বিদ্যুৎ চায়।’
আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানির দাম এই মুহূর্তে বাড়াতে চায় না সরকার: নসরুল হামিদ
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের লক্ষ্য অর্জনে মন্ত্রণালয় এখন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
এই গ্রীষ্মে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের নতুন চাহিদা তৈরি হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি আমরা ২০২৪ সালের মধ্যে আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।’