বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী ফোরকান মিয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।
বুধবার রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও অনলাইন পোর্টাল আগামী নিউজ ডটকমের ক্রাইম রিপোর্টার সুমন। আওয়ামী লীগ সমর্থকরা তাকে মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ উঠে।
গুরুতর আহত সুমনকে প্রথমে জেএইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সুমন বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।