কাজিপুর উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম, দুলাল হোসেন এবং গান্ধাইল ইউনিয়নের সদস্য আলাউদ্দিন জোয়াদ্দার।
তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন।
তিনি জানান, তিন ইউপি সদস্যদের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার টাকা অবৈধভাবে উত্তোলন ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের অনুলিপি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।