সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন। রবিবার (২৩ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহত কৃষক জামাল উদ্দিন (৩৮) একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় যুবক নিহত
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষ ওই পুকুরে মাছ ধরতে এলে অপর পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে উপভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়লে মাছ ধরতে বাধাদানকারী জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৯ জনকে জনকে আটক করে।
এদিকে আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মিঠামইনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৩০