সিরাজগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে নারীসহ দুইজনকে খুনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিপাড়া পূর্ণবাসনে এবং রবিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের রাস্তায় হত্যার ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনায় ভেসে গেছে স্পার বাঁধের ৪০ মিটার
নিহত নারী সুমাইয়া সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নাসির উদ্দিনের মেয়ে এবং নিহত আলম সরকার ওই গ্রামের মৃত জুরান আলীর ছেলে।
আটক দুইজন হলেন- আকাশ ও মাসাইফুল ইসলাম। আকাশ ওই গ্রমের পটল আলীর ছেলে এবং মাসাইফুল ইসলাম একই গ্রামের মৃত বারিক মণ্ডলের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সুমাইয়া নামে এক নারীকে মারধর করে তাকে আহত অবস্থায় কে বা কারা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেখে যায়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, এদিকে গ্রামের রাস্তায় আলম সরকারকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রক্তমাখা অবস্থায় থানায় আসার পথে পুলিশ তাকে আটক করে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। তবে কী কারণে প্রকাশ্য দিবালকে এ খুনের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও প্রকৃত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ডায়রিয়ায় প্রাণ গেল ২ জনের, আক্রান্ত শতাধিক
সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭